Sometimes you need advice, Ask a teacher to solve your problems.

Sometimes you need advice, Ask a teacher to solve your problems.

Make a Difference with education, and be the best.

Make a Difference with education, and be the best.

Putting Children First. Preparing Children For Success In Life

Putting Children First. Preparing Children For Success In Life

How you can get top grades, to get a best job.

How you can get top grades, to get a best job.

Latest Posts

Thursday, September 21, 2017

Install Avro Keyboard in Ubuntu

খালিদ হাসান ইমরান

Ubuntu (32/64-bit)

1. Please run these commands from the terminal. Never forget to be in relevant directory.
sudo apt install gjs gir1.2-ibus-1.0 libibus-1.0-5 libibus-1.0-dev ibus-gtk ibus-gtk3 ibus-clutter ibus-qt4
wget "https://github.com/maateen/avro/releases/download/v2.1/avro_2.1-3_all.deb"
sudo dpkg -i avro_2.1-3_all.deb
I hope, all is well now and the installation has been finished.
2. Go to System Settings -> Language Support from Unity Launcher
3. Look at the Keyboard input method system
4. Select IBus and close the window.
5. I believe that you need to restart IBus to make everything work fine. Try the following command:
ibus restart 
6. Now go to System Settings -> Keyboard -> Text Entry
7. Search and add Avro Phonetic as input source.
8. If you still can't use Avro, please reboot your PC and try from 2 again. That's all.

Monday, September 11, 2017

iPhone 8

খালিদ হাসান ইমরান
প্রতিবছরের সেপ্টেম্বর মাসে একটি অনুষ্ঠান আয়োজন করে চমক দেয় অ্যাপল ইনকরপোরেটেড। এবারও তার ব্যতিক্রম হলো না। গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের অ্যাপল পার্ক ক্যাম্পাসের স্টিভ জবস থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে এল নতুন আইফোনের ঘোষণা। এবারের চমক, একসঙ্গে তিনটি আইফোন বাজারে ছাড়ার ঘোষণা। এর মধ্যে সবার আগ্রহ ছিল যে আইফোন এক্স নিয়ে সেই ফোন এল আইফোন টেন নামে। আইফোন বাজারে ছাড়ার ১০ বছর পূর্তিতে অ্যাপল এই ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিল। টেনকে রোমান হরফে লেখায় এর নাম আইফোন এক্সও বলছেন অনেকে।
আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস
আইফোন ৮-এর পর্দা ৪.৭ ইঞ্চি এবং আইফোন ৮ প্লাসে থাকছে ৫.৫ ইঞ্চির বড় পর্দা। দুটি ফোনই রুপালি, ধূসর এবং সোনালি রঙে পাওয়া যাবে। উভয় ফোনের পেছনে থাকছে কাচ। ফোন দুটি তারহীন চার্জিং ব্যবস্থা সমর্থন করে। আইফোন ৮ ও আইফোন ৮ প্লাসের দাম শুরু যথাক্রমে ৬৯৯ এবং ৭৯৯ ডলার থেকে
সর্বোচ্চ মানের ফোন আইফোন টেন
এর নকশা অন্যান্য আইফোন থেকে ভিন্ন। এতে থাকছে ৫.৮ ইঞ্চি মাপের উচ্চ ক্ষমতাসম্পন্ন পর্দা, যাকে অ্যাপল বলছে সুপার রেটিনা ডিসপ্লে। এই পর্দায় ওএলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ফোনের শুধু দুটি রং ঠিক করা হয়েছে, সাদা ও কালো। ফোনটি পেতে ২৭ অক্টোবর থেকে আগাম ফরমায়েশ করতে হবে। ৩ নভেম্বর থেকে বাজারে পাওয়া যাবে এই ফোন।

অ্যাপলের কাছে গুগলের হার!

খালিদ হাসান ইমরান
অগমেন্টেড রিয়েলিটি বা এআর বর্তমান প্রযুক্তি দুনিয়ার অন্যতম আলোচিত বিষয়। বাস্তব বস্তুর তথ্য সংগ্রহ করে ভার্চ্যুয়াল অভিজ্ঞতা তৈরির প্রযুক্তিকেই অগমেন্টেড রিয়েলিটি বলা হয়। আর এই প্রযুক্তি নিয়েই বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান গবেষণা চালাচ্ছে। এআর গবেষণায় যদি মূল দুই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়, তাহলে অ্যাপল ও গুগলের নামই উঠে আসবে। আর এই প্রতিদ্বন্দ্বিতায় অ্যাপলের কাছে আপাতত হেরে যেতে হচ্ছে গুগলকে।
এআরকোর হলো গুগলের অগমেন্টেড রিয়েলিটি প্ল্যাটফর্ম, যার সাহায্যে অসংখ্য অ্যান্ড্রয়েড চালিত যন্ত্রে এই প্রযুক্তি পৌঁছে দেওয়া সম্ভব। যা গুগল ২৯ আগস্টউন্মোচন করেছে। তবে আপাতত তা ডেভেলপার পর্যায়ে রেখে প্রযুক্তি দুনিয়ায় দেখানো হয়েছে। অ্যাপল আইওএস ১১–এর সঙ্গে তাদের অগমেন্টেড রিয়েলিটি প্ল্যাটফর্ম এআরকিট 
উন্মোচন করার কথা রয়েছে। গতকাল ১২ সেপ্টেম্বর, মঙ্গলবার অ্যাপল যদি তাদের অনুষ্ঠানে এটি প্রকাশের ঘোষণা দিয়ে থাকে, তাহলে আইফোন ব্যবহারকারীদের একটি বড় অংশ তাদের মুঠোফোনে এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে।
এই প্রতিদ্বন্দ্বিতায় যথাসম্ভব অ্যাপলই এগিয়ে থাকবে। কারণ, এআরকোর আপাতত গুগলের পিক্সেল এবং স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৮-এ পাওয়া যাবে। যদিও গুগলের পরিকল্পনা রয়েছে ১০ কোটি অ্যান্ড্রয়েড চালিত যন্ত্র এই প্রযুক্তির আওতায় আনা। অন্যদিকে সারা প্রযুক্তি দুনিয়া আইফোন ৮-এর জন্য অনেক আগ থেকেই অপেক্ষা করে আসছে। আর যেহেতু এআরকিট আইফোন ৬ এস বা এরপরের সংস্করণগুলো সমর্থন করবে। তাই বলা যায়, আইফোন ব্যবহারকারীদের একটি বড় অংশ অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করতে পারবে।
অগমেন্টেড রিয়েলিটি নিয়ে প্রতিষ্ঠান দুটির গবেষণা কার্যত বেশ উন্নত। তবে এই প্রযুক্তি ব্যবহারবান্ধব করতে অবশ্যই প্রতিটি যন্ত্রের সঙ্গে উপযুক্ত অ্যাপ তৈরি করতে হবে, যা অ্যাপল বেশ মনোযোগ দিয়েই করছে। এআর সমর্থিত এই অ্যাপগুলোকে কিলার অ্যাপ বলা হয়। অগমেন্টেড রিয়েলিটি গেমগুলোই সবচেয়ে জনপ্রিয় গেম হবে, এমনটাই দাবি গেমপ্রেমীদের। শুধু যে গেমিং অ্যাপ এমনটা নয়, অগমেন্টেড রিয়েলিটি ছড়িয়ে দিতে সব পর্যায়ের অ্যাপ তৈরিতেই প্রতিষ্ঠানগুলোকে মনোযোগ দিতে হবে। সব দিক বিবেচনায় এআর যুদ্ধে অ্যাপল এগিয়ে। তবে গুগল যেহেতু বেশ আগে (২০১৪ সাল) থেকেই অগমেন্টেড রিয়েলিটি নিয়ে গবেষণা করছে, সে হিসেবে গুগল কী চমক নিয়ে আসে, তা এখন দেখার বিষয়।

Android – 8.0 Oreo

খালিদ হাসান ইমরান
গত মাসেই অ্যান্ড্রয়েড সাম্প্রতিক সংস্করণের (অ্যান্ড্রয়েড ৮.০) আনুষ্ঠানিক নাম ঘোষণা করেছে গুগল। এর নাম ওরিও। চলতি বছরের মে মাসে বার্ষিক ডেভেলপার সম্মেলন আইও ২০১৭ উপলক্ষে এই অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে গুগল। পিক্সেল ২ ও পিক্সেল এক্সএল ২-এর সঙ্গে এই অপারেটিং সিস্টেম থাকবে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে ওরিও সংস্করণটির ওটিএ হালনাগাদ পিক্সেল ও নেক্সাস স্মার্টফোনে দিয়েছে গুগল। অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণটিকে অ্যাপলের সর্বশেষ মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ১১-এর প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। দুটি অপারেটিং সিস্টেমেই বেশ কিছু আকর্ষণীয় ফিচার আছে। অ্যান্ড্রয়েড ওরিও সংস্করণটির কয়েকটি আকর্ষণীয় ফিচার সম্পর্কে জেনে নিন:
পিকচার ইন পিকচার মোড: ওরিওতে পিকচার ইন পিকচার মোড নামের ফিচারটি দিয়ে কোনো স্মার্টফোন বা ট্যাবে একই সঙ্গে দুটি কাজ করা যায়। ফিচারটি ব্যবহার করে কোনো ভিডিও কল বা ভিডিও দেখার সময়েও ব্যাকগ্রাউন্ডে একই সময়ে অন্য অ্যাপ ব্যবহার করা যায়।
স্মার্ট টেক্সট সিলেকশন: গুগলের উন্নত মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করায় ওরিওতে টেক্সট নির্বাচনে বিশেষ সুবিধা পাওয়া যায়। টেক্সট নির্বাচন, ঠিকানা, মেইল অ্যাড্রেস, ফোন নম্বর শনাক্ত করার পাশাপাশি এগুলো কাজে লাগানোর বিষয়ে অপশন পাওয়া যাবে।
পিন অ্যাপ শর্টকাট: অ্যাপ শর্টকাট পিন করে রাখার সুবিধা এসেছে ওরিওতে। শর্টকাট তৈরিতে নতুন অপশনও এতে এসেছে।
নতুন নকশার ইমোজি: গত মে মাসে গুগলের কর্মকর্তারা অ্যান্ড্রয়েড ও’র সঙ্গে নতুন ইমোজির বিষয়টি নিশ্চিত করেছিলেন। প্রায় দেড় বছর ধরে নতুন ইমোজি নিয়ে কাজ করার পর ব্যবহারবান্ধব ইমোজি সেট ওরিওতে উন্মুক্ত করছে গুগল।
নোটিফিকেশন চ্যানেলস: অনেক অপ্রয়োজনীয় নোটিফিকেশনে বিরক্ত হতে পারেন স্মার্টফোন ব্যবহারকারী। নোটিফিকেশন যাতে সহজে ব্যবস্থাপনা করা যায়, এর সুবিধা আছে ওরিওতে। সব ধরনের অ্যাপ থেকে যাতে নোটিফিকেশন না আসে, সে সুবিধা আছে এতে।
পাসওয়ার্ড অটোফিল: ওরিওতে গুগলের পাসওয়ার্ড ব্যবস্থাপনার বিশেষ সুবিধা এসেছে। ব্যবহারকারীরা তাঁদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করলে অটোফিল ফ্রেমওয়ার্ক আইডি-পাসওয়ার্ড পূরণ করে দেবে। ডেভেলপারদের ক্ষেত্রে অবশ্য তাদের অ্যাপে অটোফিল এপিআই দিয়ে রাখতে হবে।
জায়গা না থাকলেও আপডেট: স্মার্টফোনে জায়গা শেষ হলেও ওটিএ আপডেট পাওয়া যাবে। অর্থাৎ হালনাগাদের সময়েও ডিভাইস ব্যবহার করা যাবে।
এটা ওয়াই-ফাই: ওরিওচালিত স্মার্টফোনে অবস্থানের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে ওয়াই-ফাইতে যুক্ত হওয়া বা বন্ধ হওয়ার সুবিধা আছে। এতে জিপিএস চালু থাকা প্রয়োজন পড়বে।

বাক্স আকৃতির পিসি

খালিদ হাসান ইমরান
গিগাবাইটের ছোট বাক্স আকৃতির ব্রিক্স পিসি দেশের বাজারে আনল প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। জিবি বিকেআই ৩ এইচএ-৭১০০ মডেলের পিসিতে ইনটেলের সপ্তম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর রয়েছে। আলট্রা কমপ্যাক্ট নকশার এ পিসিতে আড়াই ইঞ্চি এইচডিডি ও এসএসডি স্লট, ২টি ডিডিআর ফোর র‍্যাম স্লট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৪.২, ইনটেল ৬২০ মডেলের এইচডি গ্রাফিকস কার্ড রয়েছে।
পিসিটিতে ইউএসবি ৩.১ এবং ইউএসবি ৩.০-এর দুটি করে স্লট, এইচডিএমআই ২.০ স্লট, এইচডিএমআই প্লাস মিনি ডিসপ্লে পোর্ট আউটপুট, ইনটেল গিগাবাইট ল্যান, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক সুবিধাও আছে।
ছোট বাক্স আকৃতির এই পিসির দাম ২৭ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি।.

ল্যাপটপ মাত্র ১৩,৫০০ টাকা !

খালিদ হাসান ইমরান
‘আই-লাইফ’ দেশের বাজারে নতুন ল্যাপটপ কম্পিউটার এনেছে। ‘জেড এয়ার মিনি’ মডেলের এই ল্যাপটপের মনিটর ১০.৬ ইঞ্চির। এতে আছে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। ৯০০ গ্রাম ওজনের এই ল্যাপটপে রয়েছে ২ গিগাবাইট র‍্যাম। এর তথ্য ধারণক্ষমতা ৩২ গিগাবাইট।  ল্যাপটপটি রায়ানসন কম্পিউটার্স, কম্পিউটার ভিলেজ ও স্টার টেকের সব শাখায় এবং অনলাইনে পিকাবু ওয়েবসাইটে পাওয়া যাবে। দাম ১৩ হাজার ৫০০ টাকা।

Samsung Note 8!

খালিদ হাসান ইমরান
গ্যালাক্সি নোট ৮। ২২ সেপ্টেম্বর বাংলাদেশে আসতে পারে ফোনটি। যুক্তরাষ্ট্রের বাজারে এর দাম ধরা হয়েছে ৯৩০ মার্কিন ডলার। নোট ৮ স্মার্টফোনটিতে উল্লেখযোগ্য হিসেবে উন্নত এস পেনের কথা বলছে স্যামসাং কর্তৃপক্ষ।স্যামসাংয়ের তৈরি বড় মাপের ফোন ‘ফ্যাবলেট’ নোট ৮। গত বছর বাজারে আসা নোট ৭ নিয়ে যে বিপাকে পড়তে হয়েছিল স্যামসাংকে। নোট ৮ দিয়ে তা কাটিয়ে উঠতে চাইছে প্রতিষ্ঠানটি।স্মার্টফোনটিতে কোয়ালকমের তৈরি অক্টাকোর স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে। ফোনটিতে রয়েছে ৬ জিবি এলপিডিডিআর ৪ র‍্যাম। অ্যাপলের আইফোনের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে ছাড়া নোট ৮ নেড়েচেড়ে দেখছেন সাংবাদিকেরা। ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রে বিশেষ আয়োজনে ফোনটি উন্মুক্ত করেছে স্যামসাং। স্যামসাংয়ের নতুন স্মার্টফোনটিকে নিরাপদ ফোন হিসেবে দাবি করে এর নিরাপত্তা ফিচার সম্পর্কে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। 

Our Team

  • khalid hassan emranMaster / Computers
  • khalid hassan emranMaster / Computers