Showing posts with label letast post. Show all posts
Showing posts with label letast post. Show all posts

Monday, September 11, 2017

Android – 8.0 Oreo

খালিদ হাসান ইমরান
গত মাসেই অ্যান্ড্রয়েড সাম্প্রতিক সংস্করণের (অ্যান্ড্রয়েড ৮.০) আনুষ্ঠানিক নাম ঘোষণা করেছে গুগল। এর নাম ওরিও। চলতি বছরের মে মাসে বার্ষিক ডেভেলপার সম্মেলন আইও ২০১৭ উপলক্ষে এই অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে গুগল। পিক্সেল ২ ও পিক্সেল এক্সএল ২-এর সঙ্গে এই অপারেটিং সিস্টেম থাকবে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে ওরিও সংস্করণটির ওটিএ হালনাগাদ পিক্সেল ও নেক্সাস স্মার্টফোনে দিয়েছে গুগল। অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণটিকে অ্যাপলের সর্বশেষ মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ১১-এর প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। দুটি অপারেটিং সিস্টেমেই বেশ কিছু আকর্ষণীয় ফিচার আছে। অ্যান্ড্রয়েড ওরিও সংস্করণটির কয়েকটি আকর্ষণীয় ফিচার সম্পর্কে জেনে নিন:
পিকচার ইন পিকচার মোড: ওরিওতে পিকচার ইন পিকচার মোড নামের ফিচারটি দিয়ে কোনো স্মার্টফোন বা ট্যাবে একই সঙ্গে দুটি কাজ করা যায়। ফিচারটি ব্যবহার করে কোনো ভিডিও কল বা ভিডিও দেখার সময়েও ব্যাকগ্রাউন্ডে একই সময়ে অন্য অ্যাপ ব্যবহার করা যায়।
স্মার্ট টেক্সট সিলেকশন: গুগলের উন্নত মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করায় ওরিওতে টেক্সট নির্বাচনে বিশেষ সুবিধা পাওয়া যায়। টেক্সট নির্বাচন, ঠিকানা, মেইল অ্যাড্রেস, ফোন নম্বর শনাক্ত করার পাশাপাশি এগুলো কাজে লাগানোর বিষয়ে অপশন পাওয়া যাবে।
পিন অ্যাপ শর্টকাট: অ্যাপ শর্টকাট পিন করে রাখার সুবিধা এসেছে ওরিওতে। শর্টকাট তৈরিতে নতুন অপশনও এতে এসেছে।
নতুন নকশার ইমোজি: গত মে মাসে গুগলের কর্মকর্তারা অ্যান্ড্রয়েড ও’র সঙ্গে নতুন ইমোজির বিষয়টি নিশ্চিত করেছিলেন। প্রায় দেড় বছর ধরে নতুন ইমোজি নিয়ে কাজ করার পর ব্যবহারবান্ধব ইমোজি সেট ওরিওতে উন্মুক্ত করছে গুগল।
নোটিফিকেশন চ্যানেলস: অনেক অপ্রয়োজনীয় নোটিফিকেশনে বিরক্ত হতে পারেন স্মার্টফোন ব্যবহারকারী। নোটিফিকেশন যাতে সহজে ব্যবস্থাপনা করা যায়, এর সুবিধা আছে ওরিওতে। সব ধরনের অ্যাপ থেকে যাতে নোটিফিকেশন না আসে, সে সুবিধা আছে এতে।
পাসওয়ার্ড অটোফিল: ওরিওতে গুগলের পাসওয়ার্ড ব্যবস্থাপনার বিশেষ সুবিধা এসেছে। ব্যবহারকারীরা তাঁদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করলে অটোফিল ফ্রেমওয়ার্ক আইডি-পাসওয়ার্ড পূরণ করে দেবে। ডেভেলপারদের ক্ষেত্রে অবশ্য তাদের অ্যাপে অটোফিল এপিআই দিয়ে রাখতে হবে।
জায়গা না থাকলেও আপডেট: স্মার্টফোনে জায়গা শেষ হলেও ওটিএ আপডেট পাওয়া যাবে। অর্থাৎ হালনাগাদের সময়েও ডিভাইস ব্যবহার করা যাবে।
এটা ওয়াই-ফাই: ওরিওচালিত স্মার্টফোনে অবস্থানের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে ওয়াই-ফাইতে যুক্ত হওয়া বা বন্ধ হওয়ার সুবিধা আছে। এতে জিপিএস চালু থাকা প্রয়োজন পড়বে।

বাক্স আকৃতির পিসি

খালিদ হাসান ইমরান
গিগাবাইটের ছোট বাক্স আকৃতির ব্রিক্স পিসি দেশের বাজারে আনল প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। জিবি বিকেআই ৩ এইচএ-৭১০০ মডেলের পিসিতে ইনটেলের সপ্তম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর রয়েছে। আলট্রা কমপ্যাক্ট নকশার এ পিসিতে আড়াই ইঞ্চি এইচডিডি ও এসএসডি স্লট, ২টি ডিডিআর ফোর র‍্যাম স্লট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৪.২, ইনটেল ৬২০ মডেলের এইচডি গ্রাফিকস কার্ড রয়েছে।
পিসিটিতে ইউএসবি ৩.১ এবং ইউএসবি ৩.০-এর দুটি করে স্লট, এইচডিএমআই ২.০ স্লট, এইচডিএমআই প্লাস মিনি ডিসপ্লে পোর্ট আউটপুট, ইনটেল গিগাবাইট ল্যান, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক সুবিধাও আছে।
ছোট বাক্স আকৃতির এই পিসির দাম ২৭ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি।.

ল্যাপটপ মাত্র ১৩,৫০০ টাকা !

খালিদ হাসান ইমরান
‘আই-লাইফ’ দেশের বাজারে নতুন ল্যাপটপ কম্পিউটার এনেছে। ‘জেড এয়ার মিনি’ মডেলের এই ল্যাপটপের মনিটর ১০.৬ ইঞ্চির। এতে আছে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। ৯০০ গ্রাম ওজনের এই ল্যাপটপে রয়েছে ২ গিগাবাইট র‍্যাম। এর তথ্য ধারণক্ষমতা ৩২ গিগাবাইট।  ল্যাপটপটি রায়ানসন কম্পিউটার্স, কম্পিউটার ভিলেজ ও স্টার টেকের সব শাখায় এবং অনলাইনে পিকাবু ওয়েবসাইটে পাওয়া যাবে। দাম ১৩ হাজার ৫০০ টাকা।

Samsung Note 8!

খালিদ হাসান ইমরান
গ্যালাক্সি নোট ৮। ২২ সেপ্টেম্বর বাংলাদেশে আসতে পারে ফোনটি। যুক্তরাষ্ট্রের বাজারে এর দাম ধরা হয়েছে ৯৩০ মার্কিন ডলার। নোট ৮ স্মার্টফোনটিতে উল্লেখযোগ্য হিসেবে উন্নত এস পেনের কথা বলছে স্যামসাং কর্তৃপক্ষ।স্যামসাংয়ের তৈরি বড় মাপের ফোন ‘ফ্যাবলেট’ নোট ৮। গত বছর বাজারে আসা নোট ৭ নিয়ে যে বিপাকে পড়তে হয়েছিল স্যামসাংকে। নোট ৮ দিয়ে তা কাটিয়ে উঠতে চাইছে প্রতিষ্ঠানটি।স্মার্টফোনটিতে কোয়ালকমের তৈরি অক্টাকোর স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে। ফোনটিতে রয়েছে ৬ জিবি এলপিডিডিআর ৪ র‍্যাম। অ্যাপলের আইফোনের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে ছাড়া নোট ৮ নেড়েচেড়ে দেখছেন সাংবাদিকেরা। ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রে বিশেষ আয়োজনে ফোনটি উন্মুক্ত করেছে স্যামসাং। স্যামসাংয়ের নতুন স্মার্টফোনটিকে নিরাপদ ফোন হিসেবে দাবি করে এর নিরাপত্তা ফিচার সম্পর্কে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।