গিগাবাইটের ছোট বাক্স আকৃতির ব্রিক্স পিসি দেশের বাজারে আনল প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। জিবি বিকেআই ৩ এইচএ-৭১০০ মডেলের পিসিতে ইনটেলের সপ্তম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর রয়েছে। আলট্রা কমপ্যাক্ট নকশার এ পিসিতে আড়াই ইঞ্চি এইচডিডি ও এসএসডি স্লট, ২টি ডিডিআর ফোর র্যাম স্লট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৪.২, ইনটেল ৬২০ মডেলের এইচডি গ্রাফিকস কার্ড রয়েছে।
পিসিটিতে ইউএসবি ৩.১ এবং ইউএসবি ৩.০-এর দুটি করে স্লট, এইচডিএমআই ২.০ স্লট, এইচডিএমআই প্লাস মিনি ডিসপ্লে পোর্ট আউটপুট, ইনটেল গিগাবাইট ল্যান, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক সুবিধাও আছে।
ছোট বাক্স আকৃতির এই পিসির দাম ২৭ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি।.
খালিদ হাসান ইমরান
Author & Editor
Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.