
গ্যালাক্সি নোট ৮। ২২ সেপ্টেম্বর বাংলাদেশে আসতে পারে ফোনটি। যুক্তরাষ্ট্রের বাজারে এর দাম ধরা হয়েছে ৯৩০ মার্কিন ডলার।
নোট ৮ স্মার্টফোনটিতে উল্লেখযোগ্য হিসেবে উন্নত এস পেনের কথা বলছে স্যামসাং কর্তৃপক্ষ।স্যামসাংয়ের তৈরি বড় মাপের ফোন ‘ফ্যাবলেট’ নোট ৮। গত বছর বাজারে আসা নোট ৭ নিয়ে যে বিপাকে পড়তে হয়েছিল স্যামসাংকে। নোট ৮ দিয়ে তা কাটিয়ে উঠতে চাইছে প্রতিষ্ঠানটি।স্মার্টফোনটিতে কোয়ালকমের তৈরি অক্টাকোর স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে। ফোনটিতে রয়েছে ৬ জিবি এলপিডিডিআর ৪ র্যাম। অ্যাপলের আইফোনের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে ছাড়া নোট ৮ নেড়েচেড়ে দেখছেন সাংবাদিকেরা। ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রে বিশেষ আয়োজনে ফোনটি উন্মুক্ত করেছে স্যামসাং। স্যামসাংয়ের নতুন স্মার্টফোনটিকে নিরাপদ ফোন হিসেবে দাবি করে এর নিরাপত্তা ফিচার সম্পর্কে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
খালিদ হাসান ইমরান
Author & Editor
Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.